মৃত্যুশূন্য দিনে আরো ৯ জন করোনায় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৫:৩৩ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩, ০৫:৩৬ পিএম

কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করছেন এক চিকিৎসক। ছবি: সংগৃহীত

কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করছেন এক চিকিৎসক। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে একইসময়ে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়ে করো মৃত্যু হয়নি। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪৭৮ জনে। এছাড়া মোট মৃত্যু ২৯ হাজার ৪৪১ জনেই থাকছে।

আজ বুধবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯১ হাজার ৫৭৯ জন। আর গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৯২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৭ শতাংশ। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh