বৃহস্পতিবার থেকে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৮:১২ পিএম

আগামীকাল থেকে শুরু ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’। ছবি: সংগৃহীত

আগামীকাল থেকে শুরু ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’। ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আগামীকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ শুরু হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী মেলাটি বাংলাদেশের আইটি ও আইটিইএস পণ্য ও সেবা প্রদর্শনের লক্ষ্যে সবচেয়ে বড় প্রদর্শনী হবে।

সূত্র জানিয়েছে, এটি জাতীয় ও  আন্তর্জাতিক পর্যায়ে আরও সহযোগিতামূলক সম্পর্ক তৈরির বিষয়টি আলোকপাত করবে এবং বাণিজ্য প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে বাংলাদেশি আইসিটি শিল্পের অপার সম্ভাবনার কথা তুলে ধরবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh