জয়ের দেখা মিললেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৮:৩০ পিএম

অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ নারী দল। ছবি: বিসিবি

অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ নারী দল। ছবি: বিসিবি

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে বিশাল ব্যবধানে জয়ে পেয়েছে বাঘিনীরা। তবে এ জয়ের পরও বাঘিনীদের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো। রানরেটে ভারত ও অস্ট্রেলিয়া এতটাই এগিয়ে ছিল যে প্রায় অসম্ভব কোনো কিছু ঘটাতে হতো বাংলাদেশকে। আজ বুধবার (২৫ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতকে ১৫৮ রানে হারাতে পারলেই শুধু অস্ট্রেলিয়াকে টপকে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারতেন বাঘিনীরা।

তবে আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে আরব আমিরাত। ৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬৫ বল বাকি থাকতেই পাঁচ উইকেটের জয় পায় বাংলাদেশ।

ব্যাট করতে নেমে রাবেয়া খান, মারুফা আক্তারদের বোলিং তোপে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি আরব আমিরাত। আরব আমিরাতের হয়ে লাবণ্য কেনি ও মাহিকা গাউর ছাড়া ব্যাট হাতে এদিন ব্যর্থ ছিলেন বাকি সব ব্যাটার।

লাবণ্য ৪৬ বলে করেন ২৯ রান। এছাড়া ২৭ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করেন মাহিকা। শিখার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় এ ব্যাটারকে। আরব আমিরাতের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৭ রান করেন বৈষ্ণব মাহেশ।

বাংলাদেশের পক্ষে ১৪ রানের বিনিময়ে তিন উইকেট ও ১৬ রান খরচায় ২ উইকেট তুলে নেন মারুফা। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন দিপা খাতুন, রিয়া আক্তার শিখা ও স্বর্ণা আক্তার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh