‘প্রাতিষ্ঠানিক ও দক্ষতাভিত্তিক শিক্ষায় নজর দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৯:২৪ পিএম

উচ্চ মাধ্যমিকের শিক্ষর্থীরা শ্রেণিকক্ষে পাঠদান গ্রহণ করছেন। ছবি: সংগৃহীত

উচ্চ মাধ্যমিকের শিক্ষর্থীরা শ্রেণিকক্ষে পাঠদান গ্রহণ করছেন। ছবি: সংগৃহীত

লক্ষ্যে পৌঁছাতে হলে নতুন প্রজন্মকে প্রাতিষ্ঠানিক ও দক্ষতাভিত্তিক শিক্ষার দিকে বেশি নজর দিতে হবে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষতাভিত্তিক ১৯টি শর্ট কোর্স প্রবর্তন নিয়ে ‘স্কিল বেইজড শর্ট কোর্সেস অ্যান্ড কারিকুলাম’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ১৯টি শর্টকোর্স চালুর উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। দক্ষতাভিত্তিক এই শর্ট কোর্সগুলো করার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ হবে, তেমনি দেশে-বিদেশে তাদের কর্মসংস্থানও নিশ্চিত হবে। এসব নতুন উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স এবং ডিগ্রি পর্যায়ে পিজিডি ও শর্টকোর্স চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে পিজিডি কোর্সের সিলেবাস অনুমোদন হয়েছে। আগামী মার্চ থেকে এই কোর্সের কার্যক্রম শুরু হবে। বিশেষজ্ঞরা এ কোর্সগুলো প্রণয়ন করেছেন। ১৯টি শর্টকোর্সের মধ্য থেকে দুয়েকটি বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত হবে। পাশাপাশি শিক্ষার্থীরা নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh