অমর্ত্য সেনের বিরুদ্ধে ফের জমি দখলের অভিযোগ

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:১২ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:১৬ পিএম

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে পের জমি দখলের অভিযোগ তুলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিম্যাল জায়গা ফেরত চেয়ে অমর্ত্য সেনকে চিঠি পাঠিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওই চিঠি পাঠিয়েছে।

উল্লেখ্য, চিঠিতে রেজিস্ট্রারের স্বাক্ষর রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চিঠিতে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিম্যাল জায়গা দখল করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। জমির পরিমাপ করার পরেই এই ১৩ ডেসিম্যাল জায়গার তথ্য পেয়েছে কর্তৃপক্ষ। 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পাঠানো চিঠি। ছবি: প্রতিবেদক

এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের কাছে থাকা তথ্য অনুযায়ী, অমর্ত্য সেন বিশ্ববিদ্যালয়ের জমি দখল করেছেন। 

সে সময় কর্তৃপক্ষ বিশ্বভারতীর প্রতিনিধি ও অমর্ত্য সেনের প্রতিনিধিদের সামনে জমি পরিমাপের দাবি তুলেছিল। 

এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগপত্রও পাঠানো হয়। 

তখন বিশ্বভারতীর অভিযোগ উড়িয়ে দিয়ে অমর্ত্য সেন বলেছিলেন, তিনি পৈতৃক সূত্রে ওই জমির মালিকানা পেয়েছেন। ৫০ বছর আগে তার বাবা ওই জমি কেনেন। এতদিন পর এই জমি নিয়ে বিতর্ক সৃষ্টি হলো তা তার বোধগম্য হচ্ছে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh