রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৫৮

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০৩:৩১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে ৫৮ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ৩০ জন এবং রাজশাহী জেলা পুলিশ ২৮ জনকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো আরএমপি ও জেলা পুলিশের পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা- দুইজন, রাজপাড়া থানা- দুইজন, চন্দ্রিমা থানা- তিনজন, মতিহার থানা- চারজন, কাটাখালী থানা- দুইজন, বেলপুকুর থানা- একজন, শাহমখদুম থানা- ছয়জন, পবা থানা- একজন, কাশিয়াডাঙ্গা থানা- দুইজন, কর্ণহার থানা- একজন, দামকুড়া থানা- চারজন ও ডিবি পুলিশ- দুইজনকে আটক করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৫.৬০ গ্রাম হেরোইন ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

এদিকে রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা তিনজন, তানোর থানা পাঁচজন, মোহনপুর থানা চারজন, বাগমারা থানা চারজন, দুর্গাপুর থানা তিনজন, পুঠিয়া থানা দুইজন, চারঘাট মডেল থানা তিনজন ও বাঘা থানা চারজনকে আটক করেছে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ছয়জনকে মাদকদ্রব্যসহ পাঁচজনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ আলমগীর শেখকে (৩৫) ১০ লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ মো. বাবু (৩৬) ও আব্দুল আজিজকে (৫৫) ১০ লিটার চোলাইমদ, প্রমীলাকে (২২) ৫০লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ বেলাল হোসেনকে (৪৮) ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ সোহাগ রানাকে (২৫) ১১ গ্রাম হেরোইনসহ আটক করে।

আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh