মিয়ানমারে সামরিক জান্তার অধীনে বেড়েছে আফিম চাষ: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০৩:৩৯ পিএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩, ০৩:৪০ পিএম

সামরিক জান্তার অধীনে মিয়ানমারে বেড়েছে আফিম চাষ। ছবি: সংগৃহীত

সামরিক জান্তার অধীনে মিয়ানমারে বেড়েছে আফিম চাষ। ছবি: সংগৃহীত

২০২১ সালে মিয়ানমারে সামরিক জান্তা বাহিনী ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটিতে আফিম চাষ বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ‘মিয়ানমার আফিম সার্ভে ২০২২’ শীর্ষক প্রতিবেদনের বরাত দিয়ে ইউনাইটেড আফিম অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

জাতিসংঘ বলছে, ২০২২ সালে মিয়ানমারে আফিমের সম্ভাব্য ফলন ৮৮ শতাংশ বেড়েছে। গত বছর ৪০ হাজার হেক্টরের বেশি জমিতে আফিম চাষ হয়। এর সম্ভাব্য ফলন ৭৯০ মেট্রিক টন। আফিম উচ্চ আসক্তিযুক্ত মাদক, যা থেকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে হেরোইন তৈরি হয়।

ইউনওডিসির রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ জেরেমি ডগলাস জানান, সামরিক বাহিনী মিয়ানমারে ক্ষমতা নেওয়ার পর অর্থনৈতিক নিরাপত্তা ও শাসন ব্যাহত হওয়ার কারণে আফিম চাষ বেড়েছে।

তিনি জানান, উত্তরাঞ্চলীয় শানের সংঘাত প্রবণ এলাকাসহ সীমান্তের অন্যান্য রাজ্যের গ্রামাঞ্চলের কৃষকদের আফিম চাষে ফিরে যাওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। থাইল্যান্ড, লাওস ও মিয়ানমার যেখানে মিলিত হয়েছে। ঘন জঙ্গলে ঢাকা এই অঞ্চল গোল্ডেন ট্রায়াঙ্গেল নামে পরিচিত। 

দীর্ঘদিন ধরে এটি মাদক কারবারের জন্য লাভজনক অঞ্চল। মিয়ানমারে চলতি প্রবণতা বলে দিয়েছে, দেশটি মাদকের বৈশ্বিক বাজারের সঙ্গে পুনরায় যুক্ত হতে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh