সৌদিতে ছাদ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০৮:৪৬ পিএম

ভবনের ছাদ থেকে পড়ে মৃত মো. ইমাম রাশেদ মামুন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

ভবনের ছাদ থেকে পড়ে মৃত মো. ইমাম রাশেদ মামুন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

সৌদি আরবে ৩তলা ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে কক্সবাজারের রামুর জামান মো. ইমাম রাশেদ মামুন (২৯) নামে এক যুবকের। তিনি উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের আশরাফজামানের ছেলে।

গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে সৌদি আরবের মক্কা নগরে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

নিহত জামান মো. ইমাম রাশেদ মামুন ওয়ারিশা আওয়াদ ইউহি (৯) ও আশফাক জামান ইলহাম (৪) নামে ২ সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘ ৮-৯ বছর ধরে সৌদি আরবের মক্কায় ছিলেন মামুন। মঙ্গলবার সেখানে নির্মাণাধীন ৩তলা ভবনের কাজ শেষ করে মালিককে বুঝিয়ে দিচ্ছিলেন তিনি। এসময় ছাদ পরিমাপকালে অসাবধানতাবশত পা পিছলে ৩তলার ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মাথা ও শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুনের নিকটাত্মীয় গোলাম মোস্তফা বাবুল জানান, বুধবার রাত পর্যন্ত মৃতদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে তার দুই শিশু সন্তানের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh