ডেনমার্কে কোরআন পোড়ানোর তীব্র নিন্দা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:৫৯ এএম

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: ফাইল

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: ফাইল

ডেনমার্কের কোপেনহেগেনে ইউরোপের উগ্র ডানপন্থী এক নেতা গত শুক্রবার পবিত্র কোরআন পোড়ানোর আরেকটি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

গতকাল শনিবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় নিদর্শন অবমাননার এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ আবারো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশ সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অযৌক্তিক উস্কানি ও ইসলামভীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh