নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৯ পিএম | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩, ০১:০০ পিএম

গ্রেপ্তারকৃতরা। ছবি: নোয়াখালী প্রতিনিধি

গ্রেপ্তারকৃতরা। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি ও আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

এর আগে, গতকাল শনিবার (২৮ জানুয়ারি) বিকেলের দিকে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

এদিকে, শনিবার রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে পাইপগানসহ এক যুবককে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানা পুলিশ।   

গ্রেপ্তাররা হলেন, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের নুরুজ্জামানরে ছেলে মো.আবুল কাশেম (২৪), সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের মৃত আলী আকবরের ছেলে আবদুল মানিক ওরফে বাচ্চু (৬৫), চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মমিন উল্যার ছেলে মো. রাশেদ (২২) ও বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে অস্ত্রধারী মো.দেলোয়র হোসেন রাজু (২৮)।    

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী রাজুকে আটক করে পুলিশ। পরে আসামির ভাষ্যমতে তার বাড়ির একটি কলাবাগানে লুকানো অবস্থায় একটি দেশীয় পাইপগান জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।    

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh