পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০১:৩৮ পিএম | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩, ০১:৩৯ পিএম

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

পাকিস্তানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। আজ রবিবার (২৯ জানুয়ারি) সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশের লাসবেলায় এই দুর্ঘটনা ঘটে।

লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনকে জানান, বাসটি ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচিতে যাচ্ছিল।

দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এরপর বাসটি একটি গিরিখাদের মধ্যে পড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।

তিনি আরো জানান, এখন পর্যন্ত এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এই কর্মকর্তা।

এ দিকে দুর্ঘটনার পর বাসটিতে আগুন লেগে যাওয়ায় উদ্ধার করা মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাচ্ছে। এজন্য নিহতদের ডিএনএ পরীক্ষা করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh