দুর্নীতির ধারণা সূচক-২০২২ প্রকাশ আগামীকাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১১:৩৬ এএম | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩, ১১:৪৩ এএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের লোগো। ছবি: সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের লোগো। ছবি: সংগৃহীত

আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলাদেশসহ ১৮০টি দেশে একযোগে ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)- ২০২২’ সিপিআই প্রকাশিত হবে। 

বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত এই (সিপিআই)- ২০২২’ প্রকাশ করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।

এ উপলক্ষে গতকাল রাজধানীর টিআইবি'র ধানমন্ডির কার্যালয়ে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

১৯৯৫ সাল থেকে প্রতি বছর এ সূচক প্রকাশ করে আসছে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

এর আগে ২০২২ সালে প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২১ অনুসারে বাংলাদেশের স্কোর ছিল ২৬। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের স্থান ১৩তম অবস্থানে এসেছিল। আর তালিকায় উপরের দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৭তম। 

২০২১ সালের ২৮ জানুয়ারি দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০ প্রকাশ করা হয়। টিআই কর্তৃক প্রকাশিত সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থানে ছিল ১২তম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh