খাগড়াছড়িতে অ্যাম্বুলেন্সচাপায় শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০১:২৭ পিএম

খাগড়াছড়ি জেলার মানচিত্র। ফাইল ছবি

খাগড়াছড়ি জেলার মানচিত্র। ফাইল ছবি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসাপ্রু মারমা (৭) স্কুলের সামনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন। তিনি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সের চাপায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, স্কুলে আসার সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সের নীচে পরে যান মাসাপ্রু। এতে গুরুতর আহত হলে তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. মহিউদ্দিন মৃত্যু ঘোষণা করেন। এসময় লাশবাহী অ্যাম্বুলেন্সটির চালক অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যান। 

এদিকে স্কুলে ছাত্র নিহতের খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন হাসপাতালে আসেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন করেন। তিনি এ সময় জানান, লাশের অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া নিবে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh