দেড় যুগেও পূর্ণতা পায়নি বেনারসী পল্লী

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৩:৫৫ পিএম

 পাবনার ঈশ্বরদীর বেনারসী পল্লী। ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর বেনারসী পল্লী। ছবি: প্রতিনিধি

প্রতিষ্ঠার দেড় যুগ পেরিয়ে গেলেও পাবনার ঈশ্বরদীর বেনারসী পল্লী এখনো চালু হয়নি। ৯০টি প্লটের সবগুলো বরাদ্দ দেওয়া হলেও সেখানে মাত্র ৭টি কারখানা স্থাপন করা হয়েছে। ব্যবহার না করায় পুরো এলাকা এখন জঙ্গলে পরিণত হয়েছে। 

পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেহ মোহাম্মদপুর এলাকায় বেনারসী, কাতানসহ বিভিন্ন ধরনের অভিজাত শাড়ি বুননের কাজ শুরু ভারত ভাগের পরপরই। কালের বিবর্তনে সেই কারিগরদের অনেকেই এখন নেই। তবে তাদের উত্তরসূরিরা এ অঞ্চলে এখনো বেনারসী শাড়ি বুননের ঐতিহ্য টিকিয়ে রেখেছেন।

এ শিল্পকে প্রসারিত করতে বাংলাদেশ তাঁত বোর্ড ২০০৪ সালে ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর এলাকায় গড়ে তোলে দেশের দ্বিতীয় বৃহত্তম বেনারসী পল্লী। স্থানীয় কারিগরদের অনুপ্রাণিত করার জন্য স্বল্পমূল্যে প্লট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্লট বরাদ্দ পেয়েও কারখানা গড়ে তুলতে পারেনি বেশিরভাগ তাঁতি।

এ বিষয়ে বেশ কয়েকজন বিনিয়োগকারী বলেন, প্রকল্প এলাকার ৯০টি প্লটের মধ্যে এ পর্যন্ত মাত্র ৭টি কারখানা হয়েছে। সেগুলোও সব চালু হয়নি। স্থানীয় কারিগর ওমর আলী জানলেন, প্লট বরাদ্দ নিলেও সেখানে কারখানা গড়ার মতো সামর্থ্য নেই তাদের। এছাড়া এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে বলেও অভিযোগ তাদের। 

বেনারসী পল্লী পুরোদমে চালু না হওয়ায় এখানে লোকবল নিয়োগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বেনারসী পল্লী প্রকল্পের কর্মকর্তা ওবাইদুর রহমান জিলানী। বেনারসী পল্লী তৈরিতে স্বল্প সুদের ঋণসহ কারিগরদের জন্য আরও সুযোগ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh