পিছু হটেছেন হাথুরুসিংহে, কপাল খুলছে শ্রীরামের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:০৩ পিএম | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩, ০৪:১১ পিএম

চন্ডিকা হাথুরুসিংহ ও শ্রীরাম। ফাইল ছবি

চন্ডিকা হাথুরুসিংহ ও শ্রীরাম। ফাইল ছবি

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। ইংল্যান্ডের বাংলাদেশ সফরের আগেই হেড কোচ নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। তবে কে হচ্ছেন টাইগারদের কোচ, এ নিয়েই চলছে আলোচনা। 

জানা গেছে, কোচের দৌড়ে শেষ পর্যন্ত পিছু হটেছেন সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অভিযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা চূড়ান্ত করেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার একটি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এই শ্রীলংকান। 

তবে, হাথুরুসিংহের প্রসঙ্গে এই মুহূর্তে অবশ্য কোন কথা বলতে রাজি নয় বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনের দাবি, বিসিবি কখনো কোন কোচের সঙ্গে চুক্তির আগে নাম প্রকাশ করে না। এবারও করেনি।

এদিকে, চন্ডিকা হাথুরুসিংহ পিছু হটায় কপাল খুলছে  শ্রীরামের। শ্রীরামকে বাংলাদেশ দলের কোচ হিসেবে নজরে রেখেছে বিসিবি। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানও সাবেক এই ভারতীয় অলরাউন্ডারকে লম্বা সময় দলের সঙ্গে চেয়েছিলেন।

গত বছর ১৯ আগস্ট এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় শ্রীরামকে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে তার অধীনে ২ ম্যাচে মাঠে নেমে দুটিতেই পরাজয় বরণ করে বাংলাদেশ।

এরপর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে দুটি ম্যাচে জয় পায় টাইগাররা। সব মিলিয়ে ১১টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছে চার ম্যাচে। ফলের দিকে নজর না দিয়ে প্রক্রিয়া ঠিক রাখার কথা বেশ কয়েকবার বলেন শ্রীরাম। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী কার্যকর অবদান রাখার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh