২০ টাকার ইনজেকশন হাজার টাকা: জরিমানা ৪০ হাজার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:১১ পিএম | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:১২ পিএম

বারবিট ইনজেকশন। ছবি: নোয়াখালী প্রতিনিধি

বারবিট ইনজেকশন। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় ২০ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মাইজদী বাজারের হাসপাতাল রোড এলাকার জাপান বাংলাদেশ ফার্মেসিকে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, একজন ভোক্তার কাছে রাতে একটি ২০ টাকা মূল্যের বারবিট ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করা হয়। এমন অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলার আভিযানিক টিম ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি বলেন, জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। সুধারাম থানার একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh