কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীত মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া আফরিন সোহাগী (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরো এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ৩২ নং চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত আফরিন সোহাগী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল হওতাপাড়ার দিনমজুর মো. সোহান শেখের মেয়ে এবং ৩২ নং চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। আহত হালিমা আক্তার মুন্নি (৭) একই এলাকার মো. হালিম আলীর মেয়ে ও একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

আহত মোটরসাইকেল চালক কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর রাতুলপাড়ার মো. হেকমত আলীর ছেলে মো. নাইমুল হোসেন নয়ন। তিনি একজন কসমেটিক্স ব্যবসায়ী।

পুলিশ ও উপস্থিত জনতা জানায়, দুপুরে বিদ্যালয়ের সকাল শিফট ছুটির পর সহকারী শিক্ষক মুক্তা রাণী শিকদার ও স্থানীয় মিঠুন আলী শিক্ষার্থীদের সড়ক পারাপার করছিলেন। এসময় অতিরিক্ত গতি নিয়ে কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলটি কুমারখালীর দিকে যাচ্ছিলেন। তখন গাড়ির চালক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে শিক্ষার্থীদের ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সামিয়া আক্তার সোহাগী নিহত হন। এ ঘটনায় আরেক ছাত্রী হালিমা আক্তার মুন্নি ও চালক নাইমুল হোসেন নয়ন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরো এক ছাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো বলেন, মোটরসাইকেলটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh