দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:৩১ পিএম | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:৩১ পিএম

ঘটনাস্থলের ছবি। ছবি: সংগৃহীত

ঘটনাস্থলের ছবি। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় এক জন্মদিনের পার্টিতে এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে আটজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির দক্ষিণের বন্দর নগরীতে এ ঘটনা ঘটে।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে আজ সোমবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে, জন্মদিনের পার্টিতে কয়েকজন লোকের ওপর এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালালে আটজন নিহত এবং তিনজন আহত হন।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘গত রবিবার সন্ধ্যায় দক্ষিণের বন্দর নগরী গকেবেরহায় এক বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করার সময় অজ্ঞাত বন্দুকধারীরা সেখানে প্রবেশ করে অতিথিদের ওপর গুলি চালাতে শুরু করে। অভিযুক্ত পলাতক রয়েছেন। তাদেরকে ধরতে অভিযান চলছে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা ও গোলাগুলির ঘটনা বেশ সাধারণ। বিশ্বের যেসব দেশে হত্যার হার সর্বোচ্চ, আফ্রিকার এই দেশটি সেসব দেশের অন্যতম। মূলত গ্যাং সহিংসতা এবং মাদক সংশ্লিষ্ট নানা ঘটনার কারণেই দেশটিতে বন্দুক হামলার ঘটনা ঘটে থাকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh