মৃত্যুশূন্য দিনে করোনায় আক্রান্ত ১১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম

কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করছেন এক চিকিৎসক। ছবি: সংগৃহীত

কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করছেন এক চিকিৎসক। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৪৩ জনে। একইসময়ে কারো মৃত্যু হয়নি। তাই মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪২ জনে অপরিবর্তিত রয়েছে।

আজ সোমবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। মোট পরীক্ষা করা হয় দুই হাজার ৪৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৬৯৪ জন।

উল্লেখ্য, দেশে প্রথম ২০২০ সালের ৮ মার্চ তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh