স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট সরকার: শিক্ষামন্ত্রী

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৬:৪৬ পিএম

রাবির কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: রাজশাহী প্রতিনিধি

রাবির কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: রাজশাহী প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নে অন্যদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরাও পথিকৃতের ভূমিকা পালন করবে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বে প্রায় দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর ভাষা জ্ঞান, প্রকাশ জ্ঞান ও সাধারণ জ্ঞান যাচাই করে মূল্যায়ন করা হয়। ফলে একটিমাত্র পরীক্ষা দিয়ে সকল শিক্ষার্থী তাদের যোগ্যতা অনুসারে ভর্তির সুযোগ পায়।

আজ সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ৯৬ জনকে বঙ্গবন্ধু স্বর্ণপদক, ৫ জনকে ড. মমতাজ উদ্দিন আহমেদ স্বর্ণপদক ও দুইজনকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী কৃতী শিক্ষার্থীদের এসব পদক প্রদান করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর, বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামাণিক।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, জ্ঞান নীতি সত্য হলো আত্মার রক্ষাকবজ। শিক্ষার উদ্দেশ্যই হলো অন্তরকে আলোকিত করা। অন্তরের মধ্যে যদি কোনো অন্ধকার থাকে সেটাকে দূরীভূত করে শিক্ষা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে চেষ্টাটাই সবসময়ই করেছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh