তিস্তা থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:৩৪ পিএম

বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলাসহ তিস্তার চরের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তলন বন্ধে মেশিন, ট্রাক জব্দ ও দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচার চরাঞ্চলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার এ অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুভর্তি অবৈধ ট্রাক্টরকে এক লাখ টাকা জরিমানা ও দুইটি মেশিনের মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিস্তার চরাঞ্চলে কয়েকটি চক্র দীর্ঘদিন থেকে অবৈধ মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে। এছাড়াও এসব বালু অবৈধ ট্রাক্টর দিয়ে পরিবহন করছে। অভিযান চালাতে গেলে চক্রটি দ্রুত মেশিন ও ট্রাক্টর সরিয়ে ফেলে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার গাড়ি রেখে মোটরবাইকে করে তিস্তার চরাঞ্চলে যান। ভাঙ্গা-চোরা রাস্তায় বাইক না চললেও পায়ে হেঁটে কৌশলে ধাওয়া দিয়ে তিস্তায় বালু উত্তোলন অবস্থায় দুইটি মেশিন জব্দ করেন। এসময় বালু ভর্তি ট্রাক্টর জব্দ করে উপজেলায় নিয়ে আসা হয়। পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাক্টরের মালিক আশরাফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা ও অবৈধ মেশিন দুইটির মালিকের পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh