বিদ্যুতের দাম ধাপে ধাপে আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৭:৪০ পিএম

বিদ্যুৎ বিভাগ। ফাইল ছবি

বিদ্যুৎ বিভাগ। ফাইল ছবি

প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে সরকার। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) গ্রাহকপর্যায়ে ৫ শতাংশ ও পাইকারিতে ৮ শতাংশ বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। যা বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

এর আগে, ১২ জানুয়ারির নির্বাহী আদেশে প্রথম দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়। ১৮ দিনের মাথায় আবারও বাড়লো সব ধরণের বিদ্যুতের দাম।

এ দফায় গ্রাহকপর্যায়ে কমপক্ষে ৫ শতাংশ দাম বাড়ায় প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম বাড়লো গড়ে ২০ পয়সা করে। পাইকারিতে বেড়েছে ৬.৫৭ থেকে ৭.৩৬ শতাংশ। লাইফ লাইনের গ্রাহক বা কম ব্যবহারকারীদের বিদ্যুতের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এখন থেকে প্রতিমাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। এদিকে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিট প্রতি ১৯ পয়সা বাড়ায় সরকার। যে দাম জানুয়ারি মাসেরই কার্যকর হয়।

গত নভেম্বরে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ২০ শতাংশ বাড়ায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। খুচরা পর্যায়েও দাম বাড়াতে গণশুণানি করে সংস্থাটি। তাতে সুপারিশ ছিল ১৫ শতাংশ হারে দাম বাড়ানোর। তবে আইন সংশোধনের মাধ্যমে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো বৈধতা পায় সরকার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh