নীলফামারীতে বোরো আবাদে ব্যস্ত কৃষক

নীলফামারীর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১০:০১ পিএম

বোরো ধানের চারা রোপণ করছে ব্যস্ত কৃষক। ছবি: নীলফামারীর প্রতিনিধি

বোরো ধানের চারা রোপণ করছে ব্যস্ত কৃষক। ছবি: নীলফামারীর প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলায় নেই কোন বৃহৎ শিল্প কারখানা। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ জীবন-জীবিকা কৃষি নিভর। পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নে ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষক।

উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ জানান, উপজেলায় ১৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং কৃষি প্রণোদনা হিসাবে ৩ হাজার ৪৫০ জন কৃষককে উফসী এবং ৩ হাজার ৪৫০ জন কৃষককে হাইব্রিড, মোট ৬ হাজার ৯০০ জন কৃষককে বোরো বীজ প্রদান করা হয়েছে। 

উপজেলায় বোরো মৌসুমে চাষাবাদের জন্য চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত ৫ হাজার ১০০ হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। সুস্থ সবল চারা উৎপাদন ও চাষাবাদ করে কৃষকরা যাতে লাভবান হতে পারে সেজন্য আমাদের সকল উপ-সহকারী কৃষি অফিসার মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh