ঘন কুয়াশায় ৩ নৌরুটে বন্ধ ফেরি চলাচল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ১০:১৫ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। ছবি: ফাইল

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। ছবি: ফাইল

ঘন কুয়াশার কারণে দেশের তিনটি নৌরুটে বন্ধ রয়েছে ফেরিসহ সব নৌযান চলাচল। রুটগুলো হলো-পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ।

আজ সোমবার (২ জানুয়ারি) ভোর ৫টার দিকে ওই তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে ছোট-বড় ছয়টি ফেরি। এতে কনকনে ঠাণ্ডায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ সংশ্লিষ্টরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর ৪টা থেকে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজির হাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। 

ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এতে এ নৌরুটগুলোতে বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। তাই ওই তিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। ফলে এই তিন নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh