অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

নাজমুস সাকিব মুন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৯:৩৩ পিএম

মেসার্স এম এইচ ব্রিকস ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

মেসার্স এম এইচ ব্রিকস ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে মেসার্স এম এইচ ব্রিকস নামে একটি ইটভাটাকে জরিমানাসহ আংশিক গুড়িয়ে দিয়েছে পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার (২ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় মেসার্স এম এইচ ব্রিকস ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান আসিফ এ অভিযান পরিচালনা করেন।

এই সময় মেসার্স এম এইচ ব্রিকস কর্তৃপক্ষের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে ইটভাটার আগুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় সম্পূর্ণরূপে নিভিয়ে দেওয়া হয় এবং এক্সেকেভেটর দ্বারা ইট ভাটার অবকাঠামো আংশিক গুড়িয়ে দেওয়া হয়।

পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh