সংগীত শিল্পী সুমিত্রা সেন আর নেই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০১:৩৫ পিএম

 সংগীত শিল্পী সুমিত্রা সেন। ছবি: সংগৃহীত

সংগীত শিল্পী সুমিত্রা সেন। ছবি: সংগৃহীত

ভারতের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সুমিত্রা সেন আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

সুমিত্রা সেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। গত ২১শে ডিসেম্বর ব্রঙ্কোনিউমোনিয়া আক্রান্ত হওয়ার পর তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে গতকাল রাতে তাকে বাড়িতে আনা হয়। কিন্তু আজ ভোর চারটার দিকে ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান প্রখ্যাত এই রবীন্দ্র সংগীত শিল্পী। 

উল্লেখ্য, রবীন্দ্র সঙ্গীতের দুনিয়ায় সুমিত্রা সেন একটি পরিচিত নাম। তার দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও বাংলার সংগীত জগতে অবদান রাখছেন। সুমিত্রা সেনের মৃত্যুতে অনেকেই দুঃখপ্রকাশ করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh