৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ১১:২৮ এএম

ঘন কুয়াশায় বন্ধ ফেরি। ছবি: ফাইল

ঘন কুয়াশায় বন্ধ ফেরি। ছবি: ফাইল

সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল দশটার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি।

সকাল ১০টায় বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান জানান, কুয়াশা কিছুটা কমে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

প্রায় সাত ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল নয়টায় দেখা যায়, পাটুরিয়া-ঢাকা মহাসড়কের নবগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় কয়েকশ বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে আছে। ঘণ্টার পর ঘণ্টা পারাপারের জন্য অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহান মানুষজন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh