কেউ না খেয়ে থাকবে না: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৩:৫৭ পিএম

ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম পরিদর্শনে খাদ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম পরিদর্শনে খাদ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে- উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না।

আজ বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম আকস্মিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএসের খাদ্য বান্ধব কর্মসূচি আগে চালু ছিল না, কিন্তু এখন ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার তা চালু রেখেছে।

তিনি বলেন, প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই।

বিশ্বব্যাপী করোনা মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশ মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে চলেছে বলেও জানান মন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh