‘বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুব সীমিত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৪:৫৭ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুব সীমিত বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিরা মাঝে মাঝে আহাম্মকের মতো সুপারিশ করে। তাদের নির্বাচনের সময় প্রার্থী পাওয়া যায় না। অথচ তারা এদেশের নির্বাচন নিয়ে কথা বলতে আসে। আমরা লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি।

আজ বুধবার (৪ জানুয়ারি) সকালে সিলেটের ইপিআই ভবনে সিভিল সার্জনের কার্যালয় আয়োজিত কমিউনিটি ক্লিনিক বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, এ দেশ পৃথিবীর মধ্যে অন্যতম দেশ। যেখানে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছে। এখানে প্রতিটি মানুষের হৃদয়ে গণতন্ত্র রয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে নির্বাচনে ৭০ থেকে ৮০ শতকরা নাগরিক ভোট দেয়। কিন্তু অনেক দেশে ২৫ থেকে ৩০ শতাংশ নাগরিকও ভোট দেয় না। সেসব দেশের মানুষজন বাংলাদেশ নিয়ে মাঝে মাঝে আহাম্মকের মতো সুপারিশ করেন। 

মোমেন বলেন, দেশের অনেক বিরোধী দল উন্নতি চায় না বলে বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তারা নিজের পা কেটে অন্যের ক্ষতি করতে চায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh