করোনায় আক্রান্ত আরো ২১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৫:৫৪ পিএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩, ০৫:৫৫ পিএম

কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা গ্রহণ করছেন এক চিকিৎসক। ছবি: সংগৃহীত

কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা গ্রহণ করছেন এক চিকিৎসক। ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এপর্যন্ত চলতি বছরে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২০৮ জনে।

আজ বুধবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮৩টি পরীক্ষাগারে তিন হাজার ৪১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তিন হাজার ৪০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ১১২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৮ হাজার ১৪২ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ।

উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh