যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০২:২৭ পিএম

 সাইদ ফয়সাল। ছবি: সংগৃহীত

সাইদ ফয়সাল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে নিহত হয়েছেন সাইদ ফয়সাল নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী। 

স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।

পুলিশ বলেছে, ওই তরুণকে গুলি করার আগে সে ধারালো ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে আসে। তাকে থামাতে প্রথমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হলেও সে থামেনি। উল্টো পুলিশের দিকে আসতে থাকলে পুলিশের এক কর্মকর্তা সাইদকে লক্ষ্য করে গুলি চালান।

জানা গেছে, ফয়সালের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) পড়াশোনা করতেন। তার পরিবারের প্রায় সবাই বোস্টনে বসবাস করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh