ময়মনসিংহ জেলা জামায়াতের আমির গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৪:৩৪ পিএম | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩, ০৪:৩৯ পিএম

জেলা জামায়াতের আমির আব্দুল করিম। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

জেলা জামায়াতের আমির আব্দুল করিম। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিমকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত পূর্বের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

এর আগে, বুধবার রাতে নগরের মহারাজা রোডের নিজ বাসা থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গত ২২ অক্টোবর সকালে নগরের চরপাড়া এলাকায় জামায়াতের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে বিভিন্ন ধরণের উসকানিমূলক কর্মকাণ্ড শুরু করেন। এসময় রাষ্ট্রবিরোধী স্লোগানসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তখন পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কর্তব্য কাজে বাধা দেন তারা। পরবর্তীতে ওই দিন বিকেলে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ওই মামলাতেই জেলা জামায়াতের আমির আব্দুল করিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh