ঠাকুরগাঁওয়ে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৯:০৩ পিএম | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩, ০৯:০৫ পিএম

ঠাকুরগাঁওয়ের মানচিত্র

ঠাকুরগাঁওয়ের মানচিত্র

ঠাকুরগাঁওয়ের সদরে একটি ও রানীশংকৈলে দুইটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রানীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীত সাহা ও সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। এসময় তিনটি ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। সেই সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ইটভাটাটার আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দেওয়া হয়।

ভাটাগুলো হলো- রানীশংকৈল উপজেলার মেসার্স এস এ বি ব্রিকস, মেসার্স এম এ বি ব্রিকস ও সদর উপজেলার মেসার্স কে আর বি ব্রিকস।

পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh