আকাশ মেঘলা তাই ভোটার কম: ডিসি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৫ এএম

কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক মো. শাহগীর আলম। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক মো. শাহগীর আলম। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি না থাকার বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেছেন, আজকে দিনটা মেঘলা-গ্লোমি। সে কারণে ভোটার উপস্থিতি কম, আমরা আশা করছি দিন গড়ানোর সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।

তিনি বলেন, আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। সাড়ে ৮ টায় ভোট শুরু হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও থেকে কোন অভিযোগ পায়নি। প্রার্থীদের এজেন্টও আছে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) তিনি সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, কয়েকটা কেন্দ্র ঘুরে দেখলাম। সব জায়গায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। আশা করি ভোটাররা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট দিয়ে ভোট উৎসবটা এনজয় করতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh