বিশ্ব অর্থনীতি নিয়ে আইএমএফের সুখবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০১ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০২ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ২০২৩ সালে বিশ্বে আর্থিক মন্দার আশঙ্কা করেছিল। কিন্তু বছরের শুরুতেই সেই আর্থিক মন্দার পূর্বাভাসে খানিকটা পরিবর্তন এসেছে।

ইউরোপ ও আমেরিকার ভোক্তাবাজারে চাহিদা বাড়ার প্রেক্ষাপটে আইএমএফ এই পরিবর্তন এনেছে। তারপরও বিশ্ব অর্থনীতির সার্বিক প্রবৃদ্ধি ২০২২ সালের তুলনায় কমই থাকবে। তবে এ বছর মন্দার আশঙ্কা ততটা নেই বলে জানানো হয়েছে এক প্রতিবেদনে।

 নতুন প্রতিবেদনে মন্দায় পড়ার আশঙ্কা উড়িয়ে দেয়া হয়নি। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশের বেশি হতে পারে। 

সংস্থার প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ে গোরাঁশা এখন বলছেন, যে কোনো ধরনের বৈশ্বিক মন্দার চিহ্ন থেকে আমরা অনেক দূরে।  

তবে ইউক্রেন যুদ্ধ, ভবিষ্যতে চীনে আবারও করোনা সংক্রমণের সম্ভাবনা এবং উচ্চ সুদ হারের কারণে ঋণে জর্জরিত দেশগুলোতে সংকট তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতি এখনও গুরুতর ঝুঁকির মুখে আছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে দেখা গেছে, গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) আইএমএফ বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির বিষয়ে ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, চীনের শূন্য কোভিড নীতি থেকে সরে আসা, সীমান্ত খুলে দেয়া এবং ইউরোপ-আমেরিকার বাজারে ভোক্তা চাহিদা বৃদ্ধি পাওয়া ইত্যাদি কারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি আগের চেয়ে কিছুটা বাড়বে।

আইএমএফের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকবে ২ দশমিক ৯ শতাংশ। ২০২২ সালে যা ছিল ৩ দশমিক ৪ শতাংশ। এর আগে, গত বছরের অক্টোবরে করা প্রতিবেদনে বলা হয়েছিল, নতুন বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৭ শতাংশ। তবে নতুন কিছু ইতিবাচক প্রবণতা প্রদর্শন করায় প্রতিবেদনটি সংশোধন করা হয়। 

এদিকে আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো তুলনামূলক ভালো করলেও যুক্তরাজ্যের অর্থনীতি বিপরীত দিকে হাঁটবে। দেশটির অর্থনীতি ২০২৩ সালে অন্তত দশমিক ৬ শতাংশ সংকুচিত হবে। অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ব্রিটিশ অর্থনীতি অন্তত দশমিক ৯ শতাংশ সম্প্রসারিত হবে। 

উদীয়মান দেশগুলোর মধ্যে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় কিছুটা কমবে। ২০২২ সালের ৬ দশমিক ৮ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ৬ দশমিক ১ শতাংশে দাঁড়াবে। তবে পরবর্তী বছর অর্থাৎ ২০২৪ সালে তা আবারও ৬ দশমিক ৮ শতাংশে উন্নীত হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh