অপ্রাপ্ত বয়স্কদেরও ভিড় ছিল ভোটের লাইনে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২০ পিএম

আশুগঞ্জের সোহাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আশুগঞ্জের সোহাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভোটের সারি ফাকা। কিন্তু হঠাৎ সারি পরিপূর্ণ করা হয় আশপাশ থেকে লোক ডেকে এনে। তাদের অনেকে ভোটার নন, আবার অনেকে ভোট দিয়ে দিয়েছেন। সেখানে অপ্রাপ্ত বয়স্কদেরও ভিড় ছিল লক্ষণীয়।

গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখে কেন্দ্রে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটের সারি করার জন্যে সবাইকে ডেকে আনেন বলে অভিযোগ স্থানীয়দের।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে আশুগঞ্জের সোহাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দু বিশ্বাস বাপ্পী বলেন, এ ধরনের অভিযোগ তিনি পাননি। প্রিজাইডিং অফিসার আমাকে এ ধরনের অভিযোগ জানায়নি। যেখান থেকে অভিযোগ আসছে সেখানে গিয়েই ব্যবস্থা নিচ্ছি।

তবে সারিতে দাঁড়ানো ভোটারদের সাথে সাংবাদিকরা কথা বলতে শুরু করলে মুহূর্তেই সারি ফাঁকা হয়ে যায়।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সৈয়দ ইশরাফিল জানান, ১১টা পর্যন্ত ১৫০ ভোট পড়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh