ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ আজাদ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৫ পিএম

অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের মেয়াদ শেষ হওয়ায় উপাচার্য মহোদয় আগামী এক বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন। নিয়মানুযায়ী তিনি এ পদের সব সুযোগ-সুবিধা পাবেন।

রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে, সাবেক প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হয় গত বছরের ২২ ডিসেম্বর। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ২৩ ডিসেম্বর থেকে এ বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় মেয়াদে তাকে এ পদে পুনঃনিয়োগ দেন। পরে ২৯ জানুয়ারি থেকে পরবর্তী এক বছরের জন্য অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদকে নিয়োগ দিয়েছে উপাচার্য।

দায়িত্ব পেয়ে নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমাকে এ পদে নিয়োগদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকলের উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল বডিসহ সকলের সহযোগিতা কামনা করছি। আজ  আমি প্রক্টর পদে যোগদান করেছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh