সরকার-নির্ধারিত দামে মিলছে না সার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৭ পিএম

সার। ছবি: সংগৃহীত

সার। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে সার নিয়ে চলছে নানা কারসাজি। সরকার-নির্ধারিত দামে মিলছে না সার। সার ক্রয়-বিক্রয়ে দেওয়া হচ্ছে না কোন ধরনের ভাউচার। সরেজমিনে না গিয়েও কৃষি অফিস থেকে দেওয়া হচ্ছে ভুয়া অ্যারাইভাল রিপোর্ট। এমন নানা অনিয়মের অভিযোগ রয়েছে সার ডিলার ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।

জানা গেছে, চলতি বোরো মৌসুমে কাশিয়ানী উপজেলায় ১২ হাজার ২৯৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোপণের ভরা মৌসুমে সারের চাহিদা কাজে লাগিয়ে সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন ডিলাররা।

সরকার-নির্ধারিত প্রতি বস্তা (৫০ কেজি) টিএসপি সারের খুচরা মূল্য ১ হাজার ১০০, এমওপি ৭৫০ এবং ডিএপি ৮০০ টাকা। কিন্তু টিএসপি ১৩০০, এমওপি ১০৫০ ও ডিএপি ৯০০ টাকা দরে বিক্রি করছেন কোনো কোনো ডিলার। ক্রেতাদের দেওয়া হচ্ছে না কোন ধরনের ভাউচার।

জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে ১৪ জন বিসিআইসি অনুমোদিত সারের ডিলার রয়েছেন। তবে সরকারের অনুমোদিত এসব ডিলারের অনেকেই সরকারি নির্দেশনা না মেনে নিজেদের খেয়াল খুশিমতো ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

দোকানে অল্প কিছু সারের বস্তা সাজিয়ে বেশির ভাগ সার গোপনে গুদাম থেকে বিক্রি করা হচ্ছে। অধিকাংশ ডিলার তাদের প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ টিএসপি (কমপ্লেক্স) সার, পতেঙ্গা, চট্টগ্রাম থেকে নিজেদের গুদামেই না এনে কাগজপত্র (ডিও) ওখানেই বিক্রি করে দেন।

বিএডিসির বরাদ্দকৃত সারের তো কোনো হদিস পাওয়া যায়নি। কাগজে-কলমে সব ঠিক থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। কৃষি বিভাগের সংশ্লিষ্টদের উপস্থিতি ছাড়াই রাতের আঁধারে গুদামে সার লোড-আনলোড হচ্ছে। বিক্রয় আদেশের আগেই সাব ডিলারের গুদামে যাচ্ছে সার। অফিসে বসেই অ্যারাইভাল রিপোর্ট (আগমনী বার্তা) প্রস্তুত করে ডিলারদের দিচ্ছেন কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সনজয় কুমার কুণ্ডু তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী সরেজমিনে গিয়ে অ্যারাইভাল রিপোর্ট দেওয়া হয়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, সারের ব্যাপারে কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দু কুমার রায় বলেন, অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh