স্বামীকে হত্যা চেষ্টা, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২১ পিএম

কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃত একজন। ছবি: বরিশাল প্রতিনিধি

কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃত একজন। ছবি: বরিশাল প্রতিনিধি

বরগুনায় রিফাত-মিন্নির ঘটনা দেশব্যাপি আলোচিত। ত্রিভুজ প্রেমের জেরে মিন্নির পরিকল্পনায় স্বামী রিফাত শরিফকে কুপিয়ে হত্যা করেছিল প্রেমিক নয়ন বন্ড ও তার বাহিনী। বরগুনার রিফাত-মিন্নির মতই আরেক ঘটনা ঘটেছে বরিশাল জেলার গৌরনদী উপজেলায়। পরকীয়া প্রেমিককে বিয়ে করতে উচ্চ বিলাসী স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে চেতনানাশক ওষুধ সেবন করিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে পরকীয়া প্রেমিক ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা।

এই ঘটনায় স্ত্রী রাবেয়া বেগম, পরকীয়া প্রেমিক আবু সিয়ামসহ চারজনকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

এছাড়া আহত সৌরভ বেপারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সৌরভ গৌরনদী পিঙ্গলাকাঠী গ্রামের মো. কবির বেপারীর ছেলে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, স্ত্রী রাবেয়া বেগম বিলাসী জীবনযাপন করতে পছন্দ করে। তবে তার সেই বিলাসিতার চাহিদা মেটাতে পারছে না স্বামী সৌরভ। এ নিয়ে তাদের পরিবারে অশান্তি চলে আসছিল।

এদিকে স্বামীর অর্থনৈতিক অক্ষমতায় নিজের চাহিদা মেটাতে আবু সিয়ামের সঙ্গে পরকীয়ায় জড়ায় রাবেয়া। এমনকি তারা বিয়ের প্রস্তুতিও নেয়। তবে তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় স্বামী সৌরভ। এ কারণে তাকে হত্যার পরিকল্পনা করে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক।

এর ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৫ জানুয়ারি স্বামী সৌরভকে নিয়ে কেনাকাটার কথা বলে ঘরের বাইরে বের হন স্ত্রী রাবেয়া আক্তার। ঘর থেকে বের হবার আগেই ভিটামিনের কথা বলে সৌরভকে অচেতন করার ওষুধ সেবন করান তিনি।

এতে বাইরে বের হয়ে স্বামী অচেতন হয়ে গেলে তাকে পরকীয়া প্রেমিক আবু সিয়াম ও ভাড়াটিয়া সন্ত্রাসী রাজনের হাতে তুলে দেয় স্ত্রী। পরে তারা সৌরভকে অচেতন অবস্থায় এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে প্রেমিক আবু সিয়াম ও ভাড়াটিয়া সন্ত্রাসী রাজন পালিয়ে যায়।

পরে গৌরনদী মডেল থানা পুলিশ সৌরভকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সৌরভের স্ত্রী রাবেয়া আক্তারকে গ্রেপ্তার করে গৌরনদী থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া লেদু মোল্লা সড়ক থেকে প্রেমিক আবু সিয়াম ও ভাড়াটিয়া সন্ত্রাসী রাজনকে গ্রেপ্তার করে গৌরদনী থানা পুলিশ। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মোবাইল উদ্ধার করেন তারা।

পুলিশ সুপার জানিয়েছেন, সৌরভের উচ্চ বিলাসী স্ত্রী রাবেয়া আক্তার স্বামী সৌরভকে হত্যার পরিকল্পনা করে প্রেমিক আবু সিয়ামের সাথে। পরে সিয়াম ও ভাড়াটিয়া সন্ত্রাসী জিহাদ হাসান রাজনকে দিয়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী সৌরভকে কুপিয়ো জখম করে। ঘটনাস্থলে স্ত্রী রাবেয়া আক্তার উপস্থিত থাকলেও বাঁচানোর চেষ্টা করেনি।

এ ঘটনায় সৌরভের স্ত্রী রাবেয়া ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আর গ্রেপ্তারকৃত প্রেমিক ও ভাড়াটিয়া সন্ত্রাসীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে গৌরনদী থানার ওসি আফজাল হোসেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh