জানুয়ারিতে প্রবাসী আয়ে সুবাতাস, এলো ১৯৫ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৭ পিএম

নতুন বছরের প্রথম মাসেই সুখবর প্রবাসী আয়ে। প্রতীকি ছবি

নতুন বছরের প্রথম মাসেই সুখবর প্রবাসী আয়ে। প্রতীকি ছবি

চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৫ কো‌টি ৮৮ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ২০ হাজার ৯৫৯ কোটি টাকা।  যা গত মাসের চেয়ে ২৫ কোটি ৯১ লাখ ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ৩৫ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার। এ ছাড়া মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ১০ লাখ ডলার। আল আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৭১ লাখ ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৪২ লাখ ডলার। পূবালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৮৯ লাখ ডলার।

প্রসঙ্গত, ১৯৫ কো‌টি ৮৮ লাখ মার্কিন ডলারের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬৫ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এর আগে, ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার।

গত বছরে প্রবাসীরা দুই হাজার ১২৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি ২০৯ দশমিক ৬৩ বিলিয়ন ডলার এসেছে জুলাই মাসে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh