বরিশালে আইনজীবী সমিতির নির্বাচন বর্জনসহ প্রতিহতের ঘোষণা

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫১ পিএম

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। ছবি: বরিশাল প্রতিনিধি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতি এবং ভোট চুরির আগাম প্রস্তুতির অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। ক্ষমতাসিন দলের প্রার্থীদের ভোট চুরিতে সহযোগিতা করতে নির্বাচন পরিচালনা কমিটি সব ধরনের ব্যবস্থাই করেছে বলে দাবি তাদের।

আর তাই আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন পরিচালা কমিটিকে সাত দফা দাবি প্রস্তাব জানিয়েছেন বিএনপি পন্থি আইনজীবীরা। 

আগামীকাল বৃহস্পতিবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে এই প্রস্তাবনা মেনে নেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছেন তারা।

দাবি না মানা হলে এবারের জেলা আইনজীবী সমিতির নির্বাচন বয়কটের পাশাপাশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে বরিশাল জেলা আইনজীবী সমিতির ঐতিহ্য রক্ষার ঘোষণা দিয়েছেন বিএনপির আইনজীবীরা।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বরিশাল জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহাসিন মন্টু।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু, সাবেক সদস্য সচিব আক্তার হোসেন মেবুলসহ আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নেত্রীরা বলেন, বরিশাল জেলা আইনজীবী সমিতি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যার সুনাম সারা বাংলাদেশে বিস্তৃত। বাংলাদেশ বার কাউন্সিলের আইন অনুসারে প্রতি বছর আমাদের এই আইনজীবী সমিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আমরা সাধারণ আইনজীবীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি।

কিন্তু বিগত ৩-৪ বছর যাবৎ নির্বাচনে একটি নির্দিষ্ট দলের পক্ষে ভোট দিতে ভোটারদের চাপ সৃষ্টি করা হচ্ছে। কিছু অতি উৎসাহী সদস্য ভোটারদের ব্যালট পেপার দেয়ার সময় নির্দিষ্ট প্রার্থীর ভোটও দিয়ে দিচ্ছেন।

যার কারণে ওই দলের বিপক্ষে কোনো আইনজীবী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নয়। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সাত দফা প্রস্তাবনা বাস্তবায়নের জন্য নির্বাচন উপ-পরিষদকে দেওয়া হয়েছে।

বিএনপির প্রার্থী এবং আইনজীবীরা বলেন, আমরা যে সাতটি প্রস্তাবনা দিয়েছি তাতে সাধারণ আইনজীবী ভোটাররাও একমত জানিয়েছে। জেলা আইনজীবী সমিতি নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সস্পর্ক নেই। এ নির্বাচনের ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়ে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh