ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছেন শাহিন আফ্রিদি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪০ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪১ পিএম

শাহিন আফ্রিদি। ছবি: সংগৃহীত

শাহিন আফ্রিদি। ছবি: সংগৃহীত

ইনজুরি যেন শাহিন আফ্রিদির পিছুই ছাড়তে চায় না । শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে হাঁটুর ইনজুরি, সেটি ঠিকমত সারতে না সারতেই টি-২০ বিশ্বকাপে পান ইনজুরির আরেক ধাক্কা। বিশ্বকাপ ফাইনালে হ্যারি ব্রুকের ক্যাচ নিতে গিয়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি। 

অবশেষে ওই ইনজুরি কাটিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরতে যাচ্ছেন পাকিস্তানের ২২ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার। নতুন ওই ফেরা নিয়ে পিসিবি ডিজিটালকে এক সাক্ষাৎকারে শাহিন আফ্রিদি জানান, সুস্থ হওয়ার ওই প্রক্রিয়া এতোটাই কঠিন মনে হয়েছিল তার কাছে যে তিনি ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলেন।  

তিনি বলেন, ‘এমন সময় গেছে যে, আমি ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছি। সুস্থ হয়ে ফিরতে একটা মাসেলে উন্নতি আনার জন্য কাজ দেওয়া হয়েছিল। কিন্তু চেষ্টা করেও কোন উন্নতি আসছিল না। এমনও হয়েছে যে, নিজের সঙ্গে নিজে বলেছি- অনেক হয়েছে আর না। এটা আমার দ্বারা আর সম্ভব না।’ 

তবে শাহিন এও জানান যে, নিজেকে উৎসাহ দিতে ইউটিউবে তিনি নিজের বোলিং দেখেছেন। তার ভালো বোলিং, ভালো স্পেল দেখে নিজেকে উদ্বুদ্ধ করেছেন, ‘ইউটিউবে নিজের বোলিং দেখতাম, নিজেকে বলতাম- আমি কত ভালো বোলিং করেছি, এগুলো আমাকে উৎসাহ দিত। আমাকে পুনরায় কাজ করার সাহস দিত। ইনজুরির কারণে খেলতে না পারা একজন পেসারের জন্য খুবই হতাশার।’

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত নয়। আস্তে আস্তে বড় দলগুলো পাকিস্তান সফরে আসতে শুরু করেছে। অথচ ওই ইনজুরির কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি শাহিন আফ্রিদি। বিষয়টি হতাশার বলে উল্লেখ করেছেন শাহিন আফ্রিদি, ‘ইনজুরির কারণে হোম সিরিজ মিস করা খুব হতাশার। ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-২০ মিস করেছি। টেস্ট সিরিজ মিস করেছি। টেস্ট মিস করা ছিল বেশি হতাশার।’

প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের নেতৃত্ব দেবেন শাহিন আফ্রিদি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh