জমি সংক্রান্ত বিরোধে প্রাণ গেল বাবা-ছেলের

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১২ পিএম

লাশ ঘর। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

লাশ ঘর। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বাবা-ছেলে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরের ময়মনসিংহের সদর উপজেলায় এ ঘটনা ঘটে। 

পরিবারটি শোকের মাতম চলছে। নিহত দুইজনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আসামী ধরতে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন কোতোয়ালী মডেল থানা পুলিশ। 

বুধবার দুপুরে উপজেলার চুরখাইয়ের চেয়ারম্যান বাড়িতে আবুল খায়ের তার বিক্রি করা জমিতে মাপামাপির কাজ শুরু করেন। এতে বাধা দেন তারই জেঠাতো ভাই কামাল হোসেন। এনিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে কামাল ও তার লোকজন আবুলের পরিবারের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই আবুল ও তার ছেলে ফরহাদ হোসেন (২৫) মারা যান। 

আবুলের স্ত্রী সুজলা বেগম বলেন, দুপুরে আমার স্বামী জমি মাপতে গেলে কামাল ও শাহাবুল সেখানে হামলা করেন। এতে আমার স্বামী ও সন্তান ঘটনাস্থলেই মারা যান। আরো তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তিনি ফাঁসি দাবি করেন। 

আবুলের ভাগ্নে জাহিদ হাসান বলেন, দীর্ঘদিন ধরে কামাল জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে রেখেছে। আজ সে পরিকল্পনা অনুযায়ী বাবা-ছেলেকে হত্যা করেছে। তারা কিছু বুঝে ওঠার আগেই দেশিয় অস্ত্র দিয়ে হামলা করে কামাল। 

স্থানীয় ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল বলেন, বাবা-ছেলেকে হত্যার ঘটনায় সাথে সাথে পুলিশকে অবগত করি। পুলিশ অপরাধীদের ধরার জন্য কাজ শুরু করেছে। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তারে করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। 

ঘটনার কারণ তদন্তের পাশাপাশি আসামিদের দ্রুত গ্রেপ্তারের কথা জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ।

তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধেই দুইজনকে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh