ভাষার মাস উপলক্ষে নোবিপ্রবিতে ‘ভাষা পদযাত্রা’

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২২ পিএম

নোবিপ্রবিতে ভাষা পদযাত্রা। ছবি: নোবিপ্রবি প্রতিনিধি

নোবিপ্রবিতে ভাষা পদযাত্রা। ছবি: নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভাষার মাসের প্রথম দিনে ‘ভাষা পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পদযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি মাসুদ রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

পদযাত্রা শেষে ৫২ এর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গ করা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh