দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৪ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৬ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ছবি: নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ছবি: নোবিপ্রবি প্রতিনিধি

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‍্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে নোবিপ্রবির অবস্থান ২৪৫৩।

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সে এ তথ্য প্রকাশিত হয়েছে। 

ওয়েবমেট্রিক্সের তথ্যমতে, র‍্যাংকিংয়ে প্রথম অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, দিনদিন এগিয়ে চলেছে আমাদের বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। গবেষণার জন্য শিক্ষকদের আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। এভাবেই এগিয়ে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট, তাদের গবেষক ও প্রবন্ধ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে ওয়েবমেট্রিক্স।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh