হেরে গেলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৩ পিএম

হিরো আলম। ছবি: ফাইল

হিরো আলম। ছবি: ফাইল

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে মাত্র ৯৫১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

একতারা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৯ হাজার ৪৮৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এর আগে, সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপনির্বাচনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- জাসদের সভাপতি সাবেক এমপি এ কে এম রেজাউল করিম তানসেন, স্বতন্ত্র প্রার্থী নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান কাজল, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন হিরো আলম, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল), জাকের পার্টির আব্দুর রশিদ সরদার (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেস পার্টির তাজ উদ্দিন মন্ডল (ডাব), অ্যাড. ইলিয়াস আলী (কলার ছড়ি) ও গোলাম মোস্তফা (দালান) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে ১১২টি কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯ জন। এরমধ্যে কাহালু উপজেলায় ৯০ হাজার ৯৬৩ জন নারী ও পুরুষ ভোটার ৮৯ হাজার ৮৮০ জন। নন্দীগ্রামে ৭৪ হাজার ৪৭১ জন নারী ও পুরুষ ভোটার ৭৩ হাজার ১৫৫ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh