ঠাকুরগাঁও-৩ আসনে জাপার হাফিজ জয়ী

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১০ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৫ পিএম

 জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪ হাজার ৪৭ ভোট।

অন্যদিকে তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। এছাড়া ১৪ দল মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক কার্যালয় থেকে চূড়ান্ত ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দীন

এ আসনে ১২৮ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৪শ’ ৩৯ জন। নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন। এদিন বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বিএনপির এমপি জাহিদুর রহমান পদত্যাগ করায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণার পর ১ ফ্রেব্রুয়ারি উপনির্বাচনের দিন ধার্য ছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh