ফেব্রুয়ারিতেই প্রাথমিকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১২ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৫ পিএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

চলতি মাসেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরো সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। 

প্রাথমিক শিক্ষা অধিদফতরের একটি সূত্র জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাড়ে সাত হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই পদগুলো পূরণে মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের একটি সূত্র। ওই সূত্র জানিয়েছে, সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার অথবা আগামী রবিবার (৫ ফেব্রুয়ারি) সভা করা হবে। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের নীতিগত অনুমোদন দেয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের অনুমতি চেয়ে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা খুব দ্রুত এ বিষয়ে সভা করব। সভায় সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমরা দু/একদিনের মধ্যেই এ বিষয়ে সভা করবো। সভা শেষে বিজ্ঞপ্তি প্রকাশের নীতিগত অনুমোদন দেয়া হবে। আশা করছি চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে অধিদফতর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষক অবসরে গেছেন। এছাড়া সদ্য নিয়োগ পাওয়া ৩৭ হাজার ৫৭৪ জন শিক্ষকের মধ্যে প্রায় আড়াই হাজার শিক্ষক যোগদান করেননি। তাই নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh