ছোট বিশ্বকাপে বড় আশা

মোয়াজ্জেম হোসেন রাসেল

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৮ এএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল। ছবি- সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল। ছবি- সংগৃহীত

ক্রিকেটের সংক্ষিপ্ত ‘ছোট’ ফরম্যাটের ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অপেক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এতে বাংলাদেশের সুখস্মৃতি নেই খুব একটা। এবার জয়ের লক্ষ্যে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি। এবারের বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ। আগের তিন আসরে জয়হীন থাকলেও এবার একাধিক ম্যাচ জিততে চায় বাংলার বাঘিনীরা। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমাদের এবারের দলটা খুবই ভারসাম্যপূর্ণ হয়েছে। অনেক প্রতিভাবান ক্রিকেটার দলে নেওয়া হয়েছে। এর সঙ্গে অনেক অভিজ্ঞ ক্রিকেটারও আছেন। আমি অনেক আশাবাদী এই দল নিয়ে।’ আগের তিন আসরে জয় না পেলেও এবার সেই রেকর্ড ভাঙতে চান জ্যোতি, ‘অনেক দিন আগে আমরা একটা ম্যাচ জিতেছি। আমার চতুর্থ আর অন্যদের হয়তো পঞ্চম বিশ্বকাপ। তো সবারই ইচ্ছ এবার যেন আমরা রেকর্ডটা ভেঙে ফেলি। যাদের সঙ্গে এবার খেলা, গ্রুপ পর্বে দুই তিনটা ম্যাচ বের করে নিয়ে আসা সম্ভব আমার মনে হয়। শুধু একটা মোমেন্টাম দরকার আমাদের।’

২০১৪ সালে দেশের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল দুটি জয় পায়। এরপর থেকে শুধুই পরাজয় দিয়ে হতাশা চলছে। পরের আসরগুলোতে আর জয় পায়নি বাংলাদেশ। টানা হারের বৃত্ত থেকে বের হতে মরিয়া লাল-সবুজ টাইগ্রেসরা। বাংলাদেশ এবার গ্রুপ পর্বে দুই-তিনটা ম্যাচ জিততে চায়। গ্রুপটা যদিও বেশ কঠিন এবার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকায় সব সময় পেস বোলিং সহায়ক উইকেট হয়। সেখানকার উইকেট বাউন্সি হবে, স্পোর্টিং উইকেট। বল ভালোই ব্যাটে আসে। এ ধরনের উইকেটেই খুলনায় অনুশীলন করেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ ছেলেদের বিপক্ষে খেলেছে। পেসের সঙ্গে যেন মানিয়ে নেওয়া যায় সেটাই প্রথম লক্ষ্য দলটির। অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন ক্রিকেটার এ স্কোয়াডে রয়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মেয়েরা দুর্দান্ত খেলেছে। গ্রুপ পর্বের তিনটিসহ পাঁচ ম্যাচে হার মাত্র একটি।

অনূর্ধ্ব-১৯’র মারুফা আক্তার ভালো বল করেছেন, নিউজিল্যান্ডেও ভালো পারফর্ম করেছেন। অধিনায়ক দিশা বিশ্বাসও ভালো করছেন। স্বর্ণা বরাবর ভালো ব্যাট করেন। তারা দক্ষিণ আফ্রিকায় আছেন, একাদশে সুযোগ পেলে সাহায্য করবেন বলে প্রত্যাশা করছেন সিনিয়ররা। এদিকে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার দিলারাকে হঠাৎই দেশে ফিরিয়ে আনা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এক ইনিংসে দারুণ খেলে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। স্বীকৃতি হিসেবে জাতীয় দলের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়েছিল। তাই তার দক্ষিণ আফ্রিকায় থেকে যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে ফিরে আসতে হচ্ছে দেশে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে দিলারার বিরুদ্ধে। এজন্য দক্ষিণ আফ্রিকা থেকে চিঠি এসেছে বিসিবিতে। সেই চিঠিতে ঠিক কী লেখা আছে তা জানা যায়নি। তবে দিলারাকে যে বিশ্বকাপে রাখা হচ্ছে না সেটি বিবৃতিতে জানিয়ে দিয়েছে বিসিবি। মূল বিশ্বকাপে সুযোগ পাওয়া দিশা বিশ্বাস, মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার ছাড়া বাকিদের সঙ্গে দেশে ফিরে আসতে হয়েছে দিলারাকে।

৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ৬ ফেব্রুয়ারি পাকিস্তান ও ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১০ দলের টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে। ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলবে মেয়েরা।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, শোভনা মোস্তারি।

স্ট্যান্ডবাই : রাবেয়া খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh