ঢাকায় হবে কোরিয়ান পণ্যের প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪ এএম

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাকাস্থ কোরিয়ান রাষ্ট্রদূত লি জাং-কুন। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাকাস্থ কোরিয়ান রাষ্ট্রদূত লি জাং-কুন। ছবি: সংগৃহীত

কোরিয়া-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত আসন্ন সপ্তাহকে ‘কোরিয়া সপ্তাহ-২০২৩’ হিসেবে ঘোষণা দিয়েছে ঢাকাস্থ কোরিয়ান দূতাবাস। শোকেস কোরিয়া কোরিয়া বা কোরিয়ান পণ্যের প্রদর্শনী, কোরিয়া কাপ গলফ টুর্নামেন্ট, কেকপ কনসার্ট, তায়কোয়ান্দো পারফরম্যান্স, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি নানা আয়োজনে এই সপ্তাহ উদযাপন করা হবে।

গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকার বারিধারাস্থ কোরিয়ান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য কোরিয়ান পণ্যের প্রদর্শনীতে অংশ নেবে ৪০টির বেশি কোম্পানি। এখানে এলজি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করবে। স্যামসাং গ্যালাক্সি স্পন্সরশিপের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি কেপপ টিম লাইভ কনসার্ট, বয়গ্রুপ এবং গার্লগ্রুপ এবং কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ান্দো পারফরম্যান্স টিম বাংলাদেশের কেপপ ভক্তদের বিনোদন দিতে ঢাকায় আসবে। 

সংবাদ সম্মেলনে ঢাকাস্থ কোরিয়ান রাষ্ট্রদূত লি জাং-কুন বলেন, ‘কোরিয়া ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ঐতিহাসিক ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশে কোরিয়ান সম্প্রদায়ের এ রকম বিশাল আয়োজন দেখে খুবই ভালো লাগছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, দূতাবাস, এবং অন্যান্য কোরিয়া সম্পর্কিত সংস্থা ‘কোরিয়া সপ্তাহ ২০২৩’-এর একাধিক ইভেন্ট সফলভাবে পরিচালনা করার চেষ্টা করবে। যাতে দুই দেশের মধ্যে ব্যবসার আরও প্রসার হবে এবং কোরিয়ান সংস্কৃতিপ্রেমীদের জন্য বিনোদনের সুযোগ তৈরি হবে।

তিনি জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী (এফডিআই) দেশগুলোর মধ্যে পঞ্চম কোরিয়া। এখন পর্যন্ত বাংলাদেশে দেশটির বিনিয়োগের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। তৈরি পোশাক থেকে শুরু করে বিভিন্ন খাতে প্রায় ২০০টি কোরিয়ান কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছে। অবকাঠামো, জ্বালানি এবং ইলেকট্রনিক্সের মতো ভোগ্যপণ্য অন্তর্ভুক্ত করে সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগকে বহুমুখী করেছে কোরিয়া। ফলে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে অবদান রাখছে দেশটি। 

দক্ষিণ কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের (এসকেআইটিএ) মতে, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০২২ সালে আনুমানিক তিন দশমিক ০৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের দুই দশমিক ১৮৮ বিলিয়ন ডলার থেকে ৩৮ দশমিক ৭১ শতাংশ বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh